নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীর সরকারের তরফে আজাদি কা অমৃত মহোৎসব কমর্সূচি গ্রহণ করা হয়েছে। সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের তরফে পালিত হচ্ছে এই কর্মসূচি। এবার দুর্গাপুরের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফে এই কর্মসূচির অন্তর্গত একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার।
এদিন দুর্গাপুরের অমরাবতীস্থিত সিআরপিএফ ক্যাম্প থেকে এই দৌড়ের সূচনা হয়। দৌড়ে চারশোরও অধিক প্রতিযোগী অংশ নিয়েছিল বলে সিআরপিএফ সূত্রে জানা গেছে। এই প্রতিযোগীদের মধ্যে ৬০ জন মহিলাও ছিলেন। শহরের সাড়ে আট কিলোমিটার পথ পরিক্রমা করে সিআরপিএফ ক্যাম্পেই শেষ হয় দৌড়। দৌড় শেষে বিজেতা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে যথাক্রমে ১০হাজার,৫হাজার ও ৩ হাজার টাকার পুরস্কার তুলে দেওয়া হয়। শীতের সকালেও এই ম্যারাথন দৌড়কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো ।