নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর ইস্পাত হাসপাতাল সংলগ্ন একটি ওষুধের দোকানে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ড্রাগস কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা। সোমবার দুপুরে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে ওই দোকানে অভিযান চালানো হয় এবং লাইসেন্স ছাড়া ওষুধের দোকান চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় ওষুধের দোকানের মালিক জয়ব্রত দত্তকে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় কয়েক লক্ষ টাকার ওষুধ।
ড্রাগস কন্ট্রোল বোর্ড সূত্রে জানা গিয়েছে গত এক বছর ধরে বেআইনিভাবে লাইসেন্স ছাড়াই ওষুধের দোকান চালাচ্ছিলেন জয়ব্রত দত্ত। তারই ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পুলিশ ধৃত জয়ব্রত দত্তের বিরুদ্ধে বেআইনিভাবে ওষুধ বিক্রির একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে । ধৃতকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।