eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে 'মিট ইওর অফিসার' কর্মসূচি

দুর্গাপুরে ‘মিট ইওর অফিসার’ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুরের ইস্পাত নগরীর অরবিন্দ অ্যাভিনিউয়ে দুর্গাপুর থানা সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হল ‘মিট ইওর অফিসার’ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্ত , এসিপি তথাগত পাণ্ডে সহ একাধিক প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা।

এদিনের মঞ্চ থেকে পুলিশ কিভাবে আরো সক্রিয়ভাবে সমাজের বিভিন্ন স্তরে মানুষকে সহযোগিতা করতে পারে সে বিষয়ে অভিমত জানাতে অনুরোধ জানান পদস্থ পুলিশ আধিকারিকরা। এদিন পুলিশ কমিশনার নিজে বহু সমস্যা সমাধানের আশ্বস দেন প্রশ্নকারী সাধারণ মানুষকে। পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চলে সিনিয়র সিটিজেন ফোরামের একাধিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় এদিনের কর্মসূচিতে। প্রসঙ্গত, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে ও পুলিশি পরিষেবাকে আরও উন্নত করার জন্য এই কর্মসূচি শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ।

অন্যদিকে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে শহরের খেলাধুলা ও সাংস্কৃতিক জগতের একাধিক শিল্পী ও খেলোয়াড়কেও সম্মানিত করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments