নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বন্ধ পাথর খাদান খোলার দাবিতে বৃহস্পতিবার খাদানের সামনে আন্দোলন শুরু করল বন্ধ খাদানের শ্রমিকেরা। প্রসঙ্গত এই খাদানে কাজ করে পরিবারের অন্ন জোগাড় করত দুর্গাপুরের ১ নম্বর ওয়ার্ডের কমলপুরের দাসের বাঁধ, বি এম প্লট সহ বিভিন্ন এলাকার কয়েশো খেটে খাওয়া পরিবার। প্রায় তিন মাস আগে পুলিশে অভিযান চালিয়ে ওই খাদান বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে এই দরিদ্র পরিবারগুলি। নুন আনতে পান্তা ফোরানো এই পরিবারগুলির উপাজর্নের একমাত্র অবলম্বন ছিল ওই খাদান। কাজ হারিয়ে এখন দুবেলার অন্য জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে এইসব পরিবার গুলিকে। জানা গেছে এই খাদান থেকে উত্তোলিত পাথর পৌঁছে যেত দেশের বিভিন্ন প্রান্তে। মূলত বোরিং-এর কাজে এই লাগে এই পাথর।
খাদান শ্রমিকদের অভিযোগ স্থানীয় বিজেপি সমর্থিত তথা পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতার সাধারণ সম্পাদক সুনীল কিস্কুর মিথ্যা অপপ্রচারের জন্য ওই খাদান বন্ধ হয়ে যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালানোর পরই পুলিশ ওই খাদান বন্ধ করে দেয়। যদিও সুনীল কিস্কুর দাবি শাসকদলের বিরুদ্ধে অবৈধ পাথর খাদান চালানোর জন্যই প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ওই অবৈধ খাদান স্থানীয় শাসক দলের নেতাদের মদতে ছলছিল বলেও দাবি করেছেন তিনি।
অন্যদিকে অবিলম্বে বন্ধ পাথর খাদান খোলা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বন্ধ খাদানের শ্রমিকরা।