eaibanglai
Homeএই বাংলায়এবার শিক্ষকের ভূমিকায় দেখা গেল দিদির দূত পঞ্চায়েত মন্ত্রীকে

এবার শিক্ষকের ভূমিকায় দেখা গেল দিদির দূত পঞ্চায়েত মন্ত্রীকে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হয়ে বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকায় দেখা গেল খোদ রাজ্যের মন্ত্রীকে। বুধবার সকালে পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের গোপালপুর পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে জনসংযোগে বের হন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।

এদিন প্রথমে তিনি কাঁকসার বামুনাড়া এলাকায় একটি মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীর মোটরসাইকেলে চড়ে চলে যান গোপালপুর গ্রামের উচ্চ বিদ্যালয়। সেখানে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনে সটান ঢুকে পড়েন একটি ক্লাসে। সেখানে পড়ুয়াদের পড়াশুনার বিষয়ে খোঁজখবর নেন। এরপর কিছুক্ষণ তাঁকে রীতিমতো শিক্ষকের ভূমিকায় দেখা যায়। পরে বিদ্যালয়ের মিড-ডে মিলের বিষয়েও খোঁজখবর নেন। এমনকি মিড ডে মিলের গুনমান খতিয়ে দেখেন। বিদ্যালয় পরিদর্শন করে তিনি পায়ে হেঁটে গোপালপুর গ্রাম ঘুরে ঘুরে দেখেন ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। এই সময় কিছু গ্রামবাসী মন্ত্রীকে সামনে পেয়ে তাঁদের সমস্যার বিষয়গুলি তুলে ধরেন। অনেকে আবার জানান এলাকার তৃণমূল নেতাদের কাছে সমস্যার কথা জানালেও তার সমাধান হয় না। সবকিছু শুনে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর তিনি চলে যান গোপালপুর গ্রাম পঞ্চায়েতে। সেখানে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন।

এদিনের জনসংযোগ কর্মসূচি শেষে জানা যায় এই গ্রাম পঞ্চায়েতে সবচেয়ে বেশী সমস্যা রাস্তাঘাট নিয়ে। বহু রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন তা সংস্কার হয়নি। এদিন দিনভর দিদির দূত হয়ে গ্রামে ঘুরে সমস্ত গ্রামবাসীর পাশে থাকার ও সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যান মন্ত্রী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments