নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে বিজেপির আইটি সেলের যুব কনভেনারকে শ্লীলতাহানির চেষ্টা ও হেনস্থার অভিযোগ ওঠল । দুর্গাপুরের বিধাননগর এলাকার স্টিল পার্ক এলাকার বাসিন্দা সুচিস্মিতা পান্ডে কর্মকারকে এদিন একদল যুবক হেনস্থা করে বলে অভিযোগ। জানা গেছে এদিন সকালে তিনি যখন সপ্তঋষি পার্কের কার্যালয়ে বসেছিলেন তখন একদল যুবক জয় বাংলা স্লোগান দিতে দিতে অফিস ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। এমনটাই দাবি সুচিস্মিতাদেবীর। বিষয়টি নজরে আসতেই আশেপাশের মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে আসতেই ওই যুবকের দল বাইকে করে এলাকা ছেড়ে চম্পট দেয়। তবে ওই যুবকের দল কারা সে বিষয়ে কিছু জানাতে পারেননি বিজেপি নেত্রী।
ঘটনার পর পরই পুরো বিষয়টি জানিয়ে স্থানীয় বিধাননগর ফাঁড়িতে অভিযোগ জানান সুচিস্মিতা। পুরো বিষটি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।












