eaibanglai
Homeএই বাংলায়পুজোর আগে পুরসভার সাফাই কর্মীদের গণ অবস্থান

পুজোর আগে পুরসভার সাফাই কর্মীদের গণ অবস্থান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পুজোর আগে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পুরসভার ক্যাজুয়াল সাফাই কর্মীরা আন্দোলন শুরু করল। শুক্রবার দুর্গাপুর নগর নিগমের সামনে প্রায় ২০০০ ক্যাজুয়াল সাফাই কর্মী গণ অবস্থানে বসে। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের মাইনে বাড়েনি। অন্যদিকে ইএসআই, পিএফ-এর সুবিধাও পান না তারা। বহুবার এই বিষয়গুলি নিয়ে পুরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি। তাই বাধ্য হয়েই এদিন তারা গণ অবস্থানের সিদ্ধান্ত নেন বলে জানান।

অন্যদিকে ডিএমসি’র ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সভাপতি সুভাষ সাহা এদিন বলেন, “জেলায় (পশ্চিম বর্ধমান )দুটি পৌরসভা একটি আসানসোল অপরটি দুর্গাপুর, আসানসোল পৌরসভার ১০৬টি ওয়ার্ডে সাফাই কর্মীদের বেতন ৩৪৭টাকা অথচ দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের বেতন ডেলি ২০২টাকা করে, এই বৈষম্য কেন। কোনো ভাবেই মেনে নেওয়া যায়না।” তিনি আরও বলেন, পিএফ কমিশনারের অর্ডার সত্ত্বেও গত চার বছর ধরে পিএফের সারে ছ’হাজার কোটি টাকা আটকে রেখেছে ডিএমসি কর্তৃপক্ষ। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে ক্যাজুয়াল সাফাই কর্মীরা আরও বড় আন্দোলনের পথে হাঁটবে বলে এদিন হুঁশিয়ারিও দেন সুভাষবাবু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments