নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- গত বছর অর্থাৎ ২০২২ সালের অগস্ট মাসে শেষ হয়েছে দুর্গাপুর পুরসভার মেয়াদ। তার পর থেকে পাঁচ জনের প্রশাসক মণ্ডলী পুরসভা চালাচ্ছেন। পুরভোটের দাবিতে একাধিকবার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ করেছে বিরোধী সিপিএম বিজেপি। যদিও দুর্গাপুর পুরসভার ভোট নিয়ে কোনও উদ্যোগ দেখায়নি শাসক দল। কিন্তু পঞ্চায়েত নির্বাচন মিটতেই শুরু হয়েছে পুরভোট নিয়ে জল্পনা। একদিকে যেমন পুরসভার অন্দরে পুরভোট নিয়ে জল্পনা চলছে অন্যদিকে তখন শহরের আনাচে কানাচেও শোনা যাচ্ছে পুরভোট নিয়ে জল্পনা। কেউ বলছেন অগস্ট মাসের শেষে আবার কেউ বলছেন পুজোর পরে হবে পুর নির্বাচন। আর এই জল্পনার মধ্যেই শুক্রবার মহকুমা প্রশাসনিক ভবনে শুরু হয়েছে পুর ভোটের প্রশিক্ষন। যেখানে স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য কর্মীদের ভোট প্রশিক্ষণের জন্য তলব করা হয়েছে।
অন্যদিকে তৃণমূল দলীয় সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনের পর দুর্গাপুর পুরভোটের দায়িত্বও দেওয়া হয়েছে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। যদিও পুরভোটের দিনক্ষণ নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল জেলা সভাপতি। বরং তিনি দাবি করেছেন, দলীয় নেতৃত্বের সঙ্গে এই বিষয়ে আলোচনার পরই পুরভোটের দিন ঘোষণা করা হবে। যদিও বর্তমান পুরবোর্ডের সহকারী প্রশাসক অমিতাভ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অগস্ট মাসে বা পুজোর পরে হবে পুরভোট । এদিকে দুর্গাপুর পুরসভার নির্বাচন নিয়ে বিরোধী বিজেপি ও সিপিএম দু’দলই জানিয়েছে তারা ভোটের জন্য প্রস্তুত।
অন্যদিকে তৃণমূল দলীয় সূত্রে জানা গেছে এবার পুরভোটে একাধিক প্রাক্তন কাউন্সিলরকে টিকিট দেবে না দল। পরিবর্তে বেশ কিছু নতুন মুখকে দেখা যাবে। কলেজ পড়ুয়া শিক্ষক চিকিৎসক এলাকার বিশিষ্ট ব্যক্তি হিসেবে সমাজে যাদের পরিচিতি আছে প্রার্থী হিসেবে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।