নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে কাবুলিওয়ালা খুনের ঘটনায় গ্রেফতার করা হল তার রাঁধুনিকে। গতকাল গভীর রাতে দুর্গাপুর থানার পুলিশ বড়জোড়া থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বাঁকুড়ার হাট আশুরিয়া গ্রাম থেকে রাঁধুনি জোহর আলী শেখকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে আসে।
প্রসঙ্গত গত শুক্রবার রাতে দুর্গাপুরের বেনাচিতি বাজারের কাইজার লেনের একটি বহুতল বাড়ির বন্ধ ঘর থেকে আজম খান নামে বছর ৬২ এক কাবুলিওয়ালার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটি কার্পেটে মোড়া ছিল ও মৃতের দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। দুর্গাপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্তে নেমে জানতে পারে কাইজার লেনের ওই বহুতল বাড়িটিতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন আজম খান। তার পরিবার অন্ডালের কাজোরায় বসবাস করে। আজম খান নামে ওই কাবুলিওয়ালা সুদের কারবারের পাশাপাশি আখরোট, কাজুবাদাম ও জামা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তার সাথে বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা এক যুবক থাকত ও রান্নাবান্নার কাজ করতো। কিন্তু খুনের ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল সে। এরপরই ওই রাঁধুনির খোঁজে তল্লাশী শুরু করে পুলিশ ও শনিবার রাতেই তাকে গ্রেফতার করে।
রবিবার ধৃত জোহর আলী শেখকে মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে খুনের রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ।