নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে বিহারের বাসিন্দা এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম ছোটন দুবে, বয়স ২৫ বছর। বৃহস্পতিবার দুর্গাপুরের ফরিদপুর এলাকার নামো বাউরি পাড়ার একটি বাড়ি থেকে তার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায় গত পরশুই দিন কয়েকের জন্য বাউরি পাড়ার একটি ঘর ভাড়া নিয়েছিলেন বিহারের ওই যুবক। বাড়ি মালিক জানান সিটি সেন্টারের গান্ধীমোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে আত্মীয়ের চিকিৎসার জন্য ঘর ভাড়া নেওয়ার কথা জানিয়েছিলেন ওই যুবক এবং ভাড়া নেওয়া ঘরে তিনি একা থাকবেন বলেই জানিয়েছিলেন। ওই দিন সন্ধ্যাতেই আত্মীয়ের অপারেশন রয়েছে বলে ঘরে তালা দিয়ে চলে যান। তারপর কখন তিনি ঘরে ফেরেন তা জানেন না বলে দাবি করেন বাড়ি মালিক। অন্যদিকে ঘরের বাইরে থেকে তালা দেওয়া থাকলেও ওই ঘর থেকে দুগর্ন্ধ বেরোতে থাকায় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানান বাড়ি মালিক। বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন স্থানীয় তৃণমূল নেতারা। পরে পুলিশ ওই ঘরের দরজার তালা ভেঙে যুবকের পচাগলা দেহ উদ্ধার করে। পাশাপাশি ৪ সদস্যের ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
অন্যদিকে রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ওই যুবককে খুন করা হয়েছে বলেই মনে করছেন স্থানীয়দের একাংশ। পাশাপাশি বাড়ি ভাড়া দেওয়া নিয়ে বাড়ি মালিকদের সচেতনতার অভাবের বিষয়টিও সামনে এসেছে। পুলিশ প্রশাসন বার বার সঠিক পরিচয় পত্র খতিয়ে দেখে ও পুলিশকে জানিয়ে ভাড়া দেওয়ার কথা জানালেও স্থানীয়দের অনেকেই সেই সব নির্দেশ অমান্য় করেই পয়সার লোভে বহিরাগতদের বাড়ি বা ঘর ভাড়া দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এই বিষয়ে পুলিশ প্রশাসনের কড়া নজরদারিরও দাবি জানিয়েছেন তারা।