নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরের সংঙ্গীত প্রেমীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই শহরে বসতে চলেছে সঙ্গীতের বিশেষ আসর ‘সঙ্গীত মেলা ২০২৩।’ তৃতীয় বর্ষে পদার্পণ করবে দুর্গাপুরের সঙ্গীত মেলা। গত কয়েক বছর ধরে শ্রুতি মিউজিক্যাল গ্রুপ অ্যান্ড অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত হচ্ছে এই মেলা। তবে গত দু’বছর সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে এই মেলার আয়োজন হলেও এবারের মেলা অনুষ্ঠিত হতে চলেছে ইস্পাত নগরীর সি-জোনস্থিত মহাবীর ইউনাইটেড ক্লাব ময়দানে। আগামী ১৩ই জানুয়ারি শুরু হবে এবারের সংগীত মেলা। চলবে পাঁচ দিন ধরে। আর পাঁচ দিন ব্যাপী এই মেলায় থাকবে গানের প্রতিযোগীতা থেকে শুরু করে নামী দামী শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। এই সঙ্গীত মেলার অংশ নিতে পারেবন রাজ্যের বিভিন্ন প্রান্তের সংগীত শিল্পীরাও। মেলা শুরু হবে সকাল ১১ টা থেকে, চলবে রাত ৯ টা পর্যন্ত।
এবারের সঙ্গীত মেলার মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন একঝাঁক তারকা শিল্পী। তাদের মধ্যে রয়েছেন আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী সৈকত মিত্র, জনপ্রিয় বাংলা ব্যান্ড সুরজিৎ ও বন্ধুরা, জি বাংলার জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো সারেগামাপা’র চ্যাম্পিয়ান অঙ্কিতা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত থাকবে মিউজিক্যাল গ্রুপ কিশোর সিং সোধা অ্যান্ড টিম, যাঁরা আবার মঞ্চে আর ডি বর্মনের সুরে ঝড় তুলবেন- ‘দ্য আর ডি বর্মন ইভ’ শীর্ষক অনুষ্ঠানে।
তারকা সঙ্গীত শিল্পীদের উপস্থিতি ছাড়াও এবারের মেলার অন্যতম মূল আকর্ষণ থাকছে একটি সঙ্গীত প্রতিযোগীতা শো- মেগা ট্যালেন্ট হান্ট ‘ভয়েস অফ সারেগামা’। সব মিলিয়ে পাঁচদিন ব্যাপী চলা মেলা ঘিরে মাততে চলেছে শিল্পশহরের সঙ্গীত প্রেমী মানুষজন।