eaibanglai
Homeএই বাংলায়স্বাধীনতার প্রাক্কালে শহরে প্রায় ৫ হাজার জাতীয় পতাকা বিতরণ

স্বাধীনতার প্রাক্কালে শহরে প্রায় ৫ হাজার জাতীয় পতাকা বিতরণ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামীকাল দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। আর শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এবারও ‘হর ঘর তিরাঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে দেশবাসীকে ঘরে ঘরে জাতীয় পতাকা টাঙানোর আহ্বান জানিয়েছেন তিনি। আর এই কর্মসূচিকে সফল করতে দুর্গাপুর ইস্পাত নগরীর বুকে প্রায় ৫ হাজার মানুষের বাড়িতে জাতীয় পতাকা পৌঁছে দিলেন ইস্পাতনগরীর বিশিষ্ট সমাজসেবী পারিজাত গাঙ্গুলী। শনিবার ও রবিবার দুর্গাপুরের চন্ডীদাস সংলগ্ন বিজোন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে তিরঙ্গা পতাকা ও মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি। তার এই কর্মকাণ্ডে খুশি ইস্পাত নগরীর বাসিন্দারাও।

উল্লেখ্য গত বছরই এই ‘হর ঘর তিরাঙ্গা’ কর্মসূচির সূচনা করেছিলেন নরেন্দ্র মোদী । এরপর গত ১৫ অগাস্ট কার্যত গোটা দেশজুড়ে ঘরে ঘরে উত্তোলিত হয় জাতীয় পতাকা ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments