নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শনিবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুর্গাপুর সিটি সেন্টার বাস টার্মিনাস থেকে আধুনিক প্রযুক্তি সমন্বিত ও পরিবেশ বান্ধব নতুন সিএনজি চালিত বাস, নবনির্মিত টার্মিনাস এবং দুর্গাপুর ডিভিশনাল অফিসে সংস্থা নিজস্ব সিএনজি ফিলিং স্টেশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পুর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি সহ সংস্থার উচ্চপদস্থ আধিকারিক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে সমগ্র পৃথিবী ব্যাপী অত্যাধিক পরিবেশ দূষণ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও অপ্রতুলতা সহ নানা কারণে পরিবেশ বান্ধব বাস চালানো পরিকল্পনা নিয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। ইতিমধ্যেই জেলার বিভিন্ন ডিপো থেকে ৬০ টি পরিবেশ বান্ধব সিএনজি চালিত বাস চলাচল করছে। আগামী দিনে আরও বেশি পরিবেশ বান্ধব বাস চালানোর প্রচেষ্টা স্বরূপ আরও ৩০ টি সিএনজি বাসের বরাত দেয় সংস্থা। তার মধ্যে ১৫ টি বাস সংস্থার হাতে পেয়েছে। এই বাসগুলি সংস্থার অধীন আরামবাগ বহরমপুর আসানসোল কালনা দুর্গাপুর এবং ঝারগ্রাম ডিপো থেকে পরিচালিত হবে। এর পাশাপাশি আগামী দিনে আরো বেশি সিএনজি চালিত পরিবেশবান্ধব বাস চালানোর জন্য সংস্থার ডিপোগুলিতে সিএনজি ফিলিং স্টেশন তৈরি করছে সংস্থা। এদিন দুর্গাপুর ও আরামবাগ ডিপোতে সিএনজি ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন হয়। আগামী দিনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাকি ডিপো গুলিকেও ধীরে ধীরে পরিবেশ বান্ধব ডিপোটে পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছে।