eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী পালন

দুর্গাপুরে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী পালন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী। দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি। সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর শহরেও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জওহরলাল নেহেরুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শহরের স্টিল টাউনশিপের কাশি রাম দাসে কংগ্রেসের দলীয় কার্যালয় নেহেরু ভবনে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, ইনটাক নেতা রানা সরকার, পূর্ণেন্দু পাণ্ডা, অসীম সাহা, অমল হালদার প্রমুখ।

পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্য দান করে অনুষ্ঠানের সূচনা করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। এরপর তরুণ বাবু তার বক্তব্যে বলেন, “নেহেরুজী শিশুদের খুবই ভালো বাসতেন তাই নিজের জন্মদিনকে শিশুদের উৎসর্গ করেছিলেন। তাই প্রতি বছর এই দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে দেশ কেমন হবে, কোন পথে এগোবে সেই পথ তৈরি করে গেছেন। দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা , এমস , যোজনা কমিশন প্রমুখ। বর্তমানে মোদীর রাজত্বে নেহেরুর ভারত সঙ্কটে। জাতীয় কংগ্রেস পারে একমাত্র এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে। আগামী নির্বাচনে এই অসুভ শক্তির পরাজয় আমাদের এইমাত্র লক্ষ।”

এদিনের অনুষ্ঠানের শেষে ছোট ছোট শিশুদের মধ্যে কেক মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments