নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগের অধীনে দুর্গাপুর এনআইটি’র (ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির) ক্যাম্পাসে প্রায় ৫.৯৫ কোটি টাকা ব্যায়ে ১,০৭ মেগাওয়াটের একটি রুফটপ অন-গ্রিড সোলার প্ল্যান্ট স্থাপন করতে চলছে। যা বছরে প্রায় ১৫৯৬ মেগাওয়াট শক্তি উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে বর্তমান প্রতি ইউনিট বিদ্যুৎ দামের হিসেবে বছরে প্রায় ১,১৮ কোটি টাকা বিদ্যুৎ -এর ক্ষেত্রে সাশয় করতে পারবে দুর্গাপুর এনআইটি। আগামী ২৫ বছরে এই সাশ্রয় দাঁড়াবে প্রায় ৩৩ কোটি টাকা।
পাওয়ার গ্রিড কর্পোরেশনের এই উদ্যোগ শুধু আর্থিক সাশ্রয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। এই উদ্যোগ পরিবেশগতভাবে বিশেষ প্রভাব ফেলবে। এই সোলার প্ল্যান্ট স্থাপনের ফলে বার্ষিক প্রায় ১২০০ মেট্রিক টন কার্বন নির্গমন হ্রাস হবে। যা প্রতি বছরে প্রায় ৩০০০০ গাছ লাগানোর সমতুল্য।
সোমবার দুর্গাপুর এনআইটি’তে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে একটি মৌ স্বাক্ষরিত হয়। বিশিষ্ট সম্মানীয় অতিথি পাওয়ারগ্রিড-এর ডিরেক্টর (অপারেশনস) নবীন শ্রীবাস্তবের উপস্থিতিতে এদিন মৌ স্বাক্ষর করেন পাওয়ারগ্রিড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (পূর্বাঞ্চল-২) অমিতাভ বারাত এবং এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে।
এনআইটি দুর্গাপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন পাওয়ার গ্রিড-এর জেনারেল ম্যানেজার (এইচআর) প্রশান্ত কুমার, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মিস্টার তথাগত, দুর্গাপুর এনআইটি’র রেজিস্ট্রার (আই/সি) অধ্যাপক শিবেন্দু শেখর রায় এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাই ভোল্টেজ ল্যাবরেটরির প্রধান প্রফেসর নির্মল কুমার রায়।
পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর এই সিএসআর প্রকল্পটি শুধুমাত্র ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না বরং প্রকৃতি মাঝে বেঁচে থাকার জন্য নতুন ধারণা তৈরির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পের এই যৌথ সমীকরণ স্মরণীয় হয়ে থাকবে।