eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর এনআইটিতে জাতীয় পরীক্ষাগার পরিদর্শন কর্মসূচি

দুর্গাপুর এনআইটিতে জাতীয় পরীক্ষাগার পরিদর্শন কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বিদ্যার্থী বিজ্ঞান মন্থন ২০২২-২৩ সালের প্রতিযোগিতায় অংশগ্রহনকারী রাজ্যের পশ্চিমের জেলার বিজয়ী পড়ুয়ারা দুর্গাপুর এনআইটির জাতীয় পরীক্ষাগার পরিদর্শন করার সুযোগ পেল। প্রসঙ্গত ভিভিএম বা বিদ্যার্থী বিজ্ঞান মন্থন হল নতুন প্রজন্মের পড়ুয়াদের মধ্যে থেকে বিজ্ঞান মনস্ক মস্তিস্ক বা মনকে চিহ্নিত করা তথা দেশের বর্তমান পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য একটি জাতীয় কর্মসূচি। যেখানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির পড়ুায়েদর নিয়ে একটি জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে।

মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুর জেলার বিজয়ীরা দুর্গাপুর এনআটির পরীক্ষাগার পরিদর্শন করে ও উন্নত গবেষণা শেখার এবং উদ্ভাবনকে সরাসরি দেখার সুযোগ পায়। পাশাপাশি প্রতিষ্ঠানের গবেষণারত বৈজ্ঞানিকদের সঙ্গে আলাপ আলোচনার সুযোগ পায়। প্রসঙ্গত দুর্গাপুর এনআইটির পরীক্ষাগার একটি অতি উন্নত মানের পরীক্ষাগার এবং এখানকার সুযোগ-সুবিধাগুলি বিশ্বমানের যা বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্ভাবনের জন্য একটি উন্নত পরিকাঠামো প্রদান করে।

জয়ী মেধাবী পড়ুয়াদের এদিনের এই পরীক্ষাগার পরিদর্শন বিজ্ঞান নিয়ে ভবিষ্য়তে তাদের আরো এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন দুর্গাপুর এনআইটি কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments