নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির আট অধ্যাপক বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় স্থান করে নিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি দ্বারা গবেষকদের নিয়ে প্রকাশিত চলতি বছরের বিশ্বের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছেন এই অধ্যাপকেরা। প্রসঙ্গত উল্লেখ্য বিশ্বের মাত্র ২ শতাংশ গবেষকই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি দ্বারা প্রকাশিত এই বিশেষ তালিকায় স্থান করে নিতে পেরেছে।
দুর্গাপুর এনআইটির যে গবেষকরা এই শীর্ষ তালিকায় স্থান পেয়েছেন তাঁরা হলেন- অধ্যাপক পরিমল পাল, অধ্যাপক গোপীনাথ হালদার, অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ ভট্টাচার্য, অধ্যাপক সুব্রত ব্যানার্জী, অধ্যাপক পরিমল আচার্য্য, অধ্যাপক সমরজিৎ কর, অধ্যাপক অপূর্ব লায়েক এবং অধ্যাপক ডক্টর দুর্বাদল মণ্ডল।
প্রতিষ্ঠানের এই আট কর্মরত গবেষক অধ্যাপক বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন। তার মধ্যে রয়েছে গ্রিন টেকনলোজি, এনার্জি সেভিং টেকনোলজি, জৈব জ্বালানী বিষয়ক গবেষণা,পাওয়ার সিস্টেম অপারেশন এবং পরিকল্পনা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বৈদ্যুতিক যানবাহন, স্মার্ট গ্রিড এবং সফট-কম্পিউটিং কৌশল, সোলার এয়ার হিটার, সোলার ড্রায়ার, সোলার ডিস্টিলেশন, ইঞ্জিনের বিকল্প জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশল ব্যবহার করে ফাইভ-জি এবং ভবিষ্যত প্রজন্মের যোগাযোগ ব্যবস্থার জন্য উন্নত সাধন ইত্যাদি।
দুর্গাপুর এনআইটিতে গবেষাণারত এই আট অধ্যাপকের গবেষণাগুলি এককথায় বলতে গেলে যুগান্তকারী। এইসব গবেষণার ফল বা প্রয়োগ একদিকে যেমন প্রকৃতিকে রক্ষা করতে সাহায্য করবে তেমনি মানব জাতিকে আরও আধুনিক করে তুলবে। স্বভাবতই এই গবেষক অধ্যাপকদের সাফল্যে রীতিমতো গর্বিত এনআইটি কর্তৃপক্ষ।