নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– সোমবার দুর্গাপুরে পালিত হল ওড়িশার প্রচীন লোকসংস্কৃতি উৎসব ‘নৌকা ভাসান’। প্রতিবছর কার্তিক পূর্ণিমায় এই উৎসব পালন করেন ওড়িশার মানুষ। ছোট ছোট নৌকা বানিয়ে ধূপ দ্বীপ দিয়ে সাজিয়ে জলে ভাসিয়ে দেওয়া হয়। এদিন দামোদরের বীরভানপুর ঘাটে এই উৎসব পালন করতে ভীড় জমিয়ে ছিলেন পড়শি রাজ্যের মানুষজন। দামোদরের জলে ছোট বড় নানা আকারের নৌকা ভাসিয়ে পূর্বপুরুষদের স্মরণ করেন সকলে।
এদিনের এই উৎসবে দামোদর ঘাটে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর জগন্নাথ মন্দিরের সেক্রেটারি তথা বালাজি গ্রুপের জি এম অরুণ ঢাকুই। তিনি জানান প্রচীন কালে এই দিনে অর্থাৎ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে সমুদ্রে নৌকা ভাসিয়ে বাণিজ্য যাত্রা করতেন ওড়িশার ব্যবসায়ীরা। তারা যাতে সুস্থভাবে ও বাণিজ্যে সফল হয়ে ফিরে আসতে পারেন তার জন্য এই নৌকা ভাসান উৎসব পালন করা হতো। জলে নৌকা ভাসানোর পাশাপাশি মন্দিরে পুজো পাঠ প্রার্থনা কীর্তনও করা হতো । অরুণ ঢাকুই জানান প্রচীন সেই রীতি মেনে এদিন দুর্গাপুরের জগন্নাথ মন্দিরেও বিশেষ পুজো ও কীর্তনের ব্যবস্থা হয়েছে। অরুণ ঢাকুই ছাড়াও এদিনের নৌকা ভাসান উৎসবে উপস্থিত ছিলেন সঞ্জয় ঘর ,অনন্ত পাত্র এবং উমাকান্ত রাউত সহ উৎকল অ্যাসোসিয়েশন ও ওড়িয়া সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।