নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাতনগরীর বি.টি.রনদিভে স্মৃতি ভবনে রবীন্দ্র প্রয়াণ দিবস পালন করলেন- শুদ্ধকল্যাণ, ক্যামেলিয়া এবং সুরশ্রী সংস্থার সদস্যবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে। ৮ ই আগস্ট সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রথম নিবেদন ছিল ‘শুদ্ধকল্যাণ’ সংস্থার, রবীন্দ্রনাথের গানের আলেখ্য পরিবেশন করলেন তাঁদের সদস্যরা- অংশ নিলেন প্রণব মুখোপাধ্যায়, ডঃ কৌশিক মজুমদার, রোশনী মজুমদার প্রমুখ শিল্পী। যন্ত্রসংগীত সহযোগিতায় ছিলেন- উদয় বিশ্বাস,বুদ্ধদেব দাস ও প্রদীপ প্রামাণিক। এরপর ‘ক্যামেলিয়া’ সংস্থার সদস্যরা নিবেদন করলেন নৃত্য সহযোগে আলেখ্য ‘তোমায় খোঁজা শেষ হবেনা’। মুখ্যত: কাকলি সেন ও দেবদাস সেন এর ভাষ্যপাঠে সমৃদ্ধ এবং নৃত্যগুরু নির্মল দাস নিবেদিত নৃত্য শিল্পীদের পরিবেশন উপস্থিত দর্শক-শ্রোতাদের কাছে উপভোগ্য হয়। সবশেষে অনুষ্ঠিত হয় ‘সুরশ্রী’ সংস্থার শিল্পীদের পরিবেশিত সংগীত অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।