নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শনি-রবি দু’দিন ধরে দুর্গাপুরের সিটিসেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হচ্ছে ফটোগ্রাফি এক্সিবিশন। ফটোগ্রাফি অ্যান্ড নেচার ক্লাব দুর্গাপুরের উদ্যোগে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। যেখানে মোট ৭২ জন ফটোগ্রাফারের ছবি প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি যারা ফটোগ্রাফির বিষয়ে আগ্রহী অথচ ক্যামেরা নেই, তাদের উৎসাহিৎ করতে মোবাইলে তোলা ছবি ডিজিটালি প্রদর্শনীরও ব্যাবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের তরফে। উদ্যোক্তারা এরকম প্রায় ২০০ জনের মত ফটোগ্রাফারকে সুযোগ করে দিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে।
উদ্যোক্তাদের তরফে দুর্জয় বোস এদিন জানান ২০১২ সাল থেকে প্রতি বছর এই ফটোগ্রাফি এক্সিবিশন করে আসছেন তাঁরা। যদিও করোনা মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে বন্ধ ছিল এক্সিবিশন। প্রতিবছরের মতো এবছরও প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী ফটোগ্রাফারকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি এদিন ফটোগ্রাফিতে উৎসাহিৎদের জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।