নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের পড়ুয়াদের জন্য সুখবর। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য জনপ্রিয় ও খ্যাতনামা সর্বভারীতয় কোচিং সেন্টার ‘ফিজিক্স ওয়ালা’ এবার দুর্গাপুরে। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটিসেন্টারে ফিজিক্স ওয়ালার কোচিং সেন্টারের উদ্বোধন হল। বর্তমানে দেশে এই শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯টি শাখা রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৬টি শাখা।
ফিজিক্স ওয়ালার দুর্গাপুর শাখার হেড শুভ্র ভট্টাচার্য এদিন জানান দুর্গাপুর শহরে জয়েন্ট এন্ট্রান্স তথা মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য একাধিক কোচিং সেন্টার রয়েছে । কিন্তু সেগুলি যথেষ্টই ব্যয়বহুল। তবে এবার থেকে তুলনামূলকভাবে কম খরচে ফিজিক্স ওয়ালায় দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীরা উন্নত মানের প্রশিক্ষনের সুযোগ পাবে। এছাড়াও সংস্থার তরফে মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপেরও ব্যবস্থা করা হয়েছে । তার জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসে অনলাইন এবং অফলাইনে স্কলারশিপ পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে,সংস্থার তরফে দাবি করা হয়েছে ইতিমধ্যেই কোচিং সেন্টারের প্রায় ৫০ শতাংশ আসন ভর্তি হয়ে গেছে।