নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে রাস্তা সংস্কার ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয় বাসিন্দাদের। ঘটনা দুর্গাপুর শিল্পাঞ্চলের নগর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের।
এদিন জোনাল সেন্টারের সামনে ছাই দিয়ে বনফুল সরণি রাস্তা সংস্কারের প্রতিবাদে সরব হন স্থানীয়রা। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোকওভেন থানার পুলিশ ও বিক্ষোভ কারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে হটিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরই স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এলাকার মানুষের বক্তব্য এই রাস্তা সংস্কার হলে আগামী ছয় মাস হয়তো মানুষের চলাচলের সুবিধা হবে দুর্ঘটনাও কিছুটা কমবে কিন্তু পাকা পাকি সমস্যার সমাধান হবে না।
প্রসঙ্গত ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গুরুত্বপূর্ণ বনফুল সরণি রাস্তায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণের দাবি বহুদিনের। এই রাস্তার উপর রয়েছে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকেন্দ্র, রয়েছে নগর নিগমের চার নম্বর বোরো অফিস ও বেশ কয়েকটি বেসরকারি কারখানা। অভিযোগ ভারী মালবাহী ট্রাক ডাম্পার কন্টেইনার চলাচলের ফলে রাস্তার বেহাল অবস্থা, আর যার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তারটি সংস্কারেও দাবি উঠেছে অনেকরার। ইতিমধ্যে রাস্তাটি ছাই ফেলে সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি ওই রাস্তার বদলে মালবাহী ভারী যান চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। কারণ ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ আনতে না পারলে যে ভাবেই রাস্তা সংস্কার করা হোক কয়েক দিনের মধ্যেই তার বেহাল দশা ফিরে আসবে। সেজন্য এসআরএমবি কারখানা দক্ষিণ দিকে রেললাইনের ধার দিয়ে সরাসরি খাট পুকুরের কাছে রেল ব্রিজ পর্যন্ত একটি বিকল্প রাস্তা নির্মাণের প্রস্তাব রয়েছে দীর্ঘদিনের। ওই রাস্তাটি বাস্তবায়িত হলে বনফুল সরণির উপর চাপ অনেকটাই কমে যাবে এবং সমস্যার সমাধান হবে বলে দাবী স্থানীয়দের।