নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- চিকিৎসা বিজ্ঞানের উন্নতির স্বার্থে দুর্গাপুরে প্রায়ত প্রাক্তন এক ইস্পাত কর্মীর দেহদান হল বৃহস্পতিবার। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজে এই দেহদান কর্মসূচি সুসম্পন্ন হয়।
দুর্গাপুর ইস্পাত কারখানার এজোন মেন্টেনেন্স বিভাগের প্রাক্তন কর্মী ছিলেন পাঁচুগোপাল বোস। তিনি শুরু থেকেই সিআইটিউ অনুমোদিত হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের সক্রিয় সদস্য ও সিপিআই(এম)-এর সক্রিয় সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন। গতকাল বুধবার ৮২ বছর বয়সে প্রয়াত হন তিনি। আজ প্রয়াত পাঁচুগোপালবাবুর দুই ছেলে গৌতম কুমার বোস ও অপু বোসের উদ্যোগে ও “মুক্তচিন্তা দুর্গাপুর”-এর সক্রিয় সহযোগিতায় দেহদান কর্মসূচিটি সম্পন্ন হয়। গতকাল মৃত্যুর পর থেকে আজ দেহদানের আগে পর্যন্ত দেহটি অবিকৃত অবস্থায় রাখার জন্য হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যবস্থাপনায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালের মর্গে রাখা হয়েছিলো প্রয়াত পাঁচুগোপাল বোসের দেহটি।
এর আগে পাঁচুগোপালবাবু তার দুই ছেলের সহযোগিতায় স্ত্রী মঞ্জুরাণী বোসের মৃত্যুর পর তার দেহ বর্ধমান মেডিক্যাল কলেজে দান করেছিলেন।