নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষের মহাজোট যেকোনো সময় ঘটবে। রবিবার দুর্গাপুরের এ বি এল টাউনশিপে কংগ্রেসের এক দলীয় কর্মী সভায় যোগ গিয়ে রাহুল গান্ধী প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে এই দাবি করেন কংগ্রেসের প্রবীন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। পাশাপাশি রাহুল গান্ধীর শাস্তি নিয়ে সরব হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই লড়াইয়ে সকলকে পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি।
এদিন রাহুল গান্ধীর সাজাপ্রাপ্তি এবং সাংসদ পদ খারিজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা অন্যায়ের প্রতিবাদ করছি। আপনারা আমাদের পাশে দাঁড়ান। এদিন তিনি দাবি করেন আদানি ইস্যুতে সরব হওয়াতেই রাহুল গান্ধীর উপর শাস্তির খাঁড়া নেমে এসেছে। তবে তিনি জানান রাহুল গান্ধীর শাস্তি মূল ইস্যু নয়। প্রকৃত ইস্যু হলো বর্তমান কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ীর গোপন বোঝাপড়া। আদানি বিশ হাজার কোটি টাকা কিভাবে পেলেন। এই প্রশ্ন সরকারকে দিতে হবে। অসাধু ব্যবসায়ীদের সঙ্গে কেন্দ্র সরকারের গোপন সম্পর্ক উদঘাটন করতে দেশজুড়ে জোরদার হচ্ছে জাতীয় কংগ্রেসের আন্দোলন। লোকসভা এবং রাজ্যসভায় এই বিষয়ে আলোচনা করার কথা জানানো হচ্ছে কিন্তু তাদের আলোচনা করতে দেওয়া হচ্ছে না বলেও এদিন অভিযোগ করেন কংগ্রেসের এই প্রবীণ সাংসদ। সেই জন্য তাদের লড়াই লোকসভা এবং রাজ্যসভার বাইরে আরও জোরদার করতে হবে বলে জানান তিনি।
পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনে তাদের পাশে থাকার কথা জানিয়ে আন্দোলন আরও জোরদার করারও বার্তা দেন তিনি।