নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মাতৃ দিবসে এক অভিনব অনুষ্ঠানে র্যাম্প মাতালেন হবু মা অর্থাৎ গর্ভবতী মহিলারা। এক বেসরকারি সংস্থার উদ্যোগে দুর্গাপুরের সিটিসেন্টারের এক অভিজাৎ হোটেলে মাতৃ দিবসেবর উদযাপন হল এই হবু মায়েদের নিয়েই। এক জন দুজন নন, এদিন ফ্যাশন শোয়ে র্যাম্পে হাঁটেন বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন গর্ভবতী মহিলা। মাতৃ দিববসে মাতৃত্ব উদযাপনের পাশাপাশি পুরানো কুসংস্কার ভেঙে মাতৃকালীন স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানায় আয়োজক সংস্থা।
এদিনের অনুষ্ঠানে দুই বর্ধমানের বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। র্যাম্পে ক্যাটওয়াকের আগে এদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা হবু মায়েদের স্বাস্থ্য সম্পর্কিত নানা পরামর্শ দেন। পাশাপাশি গর্ভাবস্থায় কী ধরনের ব্যায়াম করা উচিত, সে বিষেয় পরামর্শ দেন ফিজিওথেরাপিস্ট। এরপরই আলোর ঝলকানি ও মনমাতানো মিউজিকে পা মিলিয়ে বেবি বাম্প নিয়ে র্যাম্পে হাঁটেন আত্মবিশ্বাসী হবু মায়েরা। তাদের চেহারায় একদিকে যেমন ফুটে ওঠে মাতৃত্বকালীন সৌন্দর্য তেমনি ঝিলিক দিয়ে যায় মাতৃত্বকালীন আনন্দ। কেউ একাই র্যাম্প মাতান তো কারও সঙ্গী ছিল তার জীবন সঙ্গীটি।
এখনও আমাদের সমাজে মা হওয়ার আগে গর্ভবতী মহিলাদের নানা কুসংস্কারের মধ্যে দিয়ে যেতে হয় যার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। সেই কুসংস্কারের বেড়া জাল ভেঙে গর্ভবর্তী মহিলাদের মাতৃত্বকালীন আনন্দের আস্বাদ দিতে ও মাতৃত্বকে আনন্দের সঙ্গে উদযাপন করতে গত প্রায় ১০ বছর ধরে শিল্পশহর দুর্গাপুরে এই অভিনব শোয়ের আয়োজন করে আসছে আয়োজক সংস্থাটি।