নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- চলতি মাসের ১২ তারিখ থেকে দুর্গাপুরের বুকে বিগ ব্যাশ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আসর বসতে চলেছে। তাই সাজো সাজো রব শহর জুড়ে। এই প্রথম এতবড় বিগ বাজেটের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে শহরের বুকে। তাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোড়জোড়। সেজে উঠছে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের শহীদ ভগত সিং স্টেডিয়াম। এরই মধ্যে রবিবার এই টুর্নামেন্টের উদ্যোক্তা ‘দুর্গাপুর ক্লাব সমন্বয়’-এর পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে উদ্যোক্তারা জানান প্রায় ৫০ লক্ষ টাকা বাজেটের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সারা দেশের বড়বড় শহর ও রাজ্য থেকে আগত ১৬টি ক্রিকেট দল। যাদের মধ্যে বেশ কয়েকজন নামকরা আন্তর্জাতিক খেলোয়াড়ও থাকবেন। যদিও এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারদের নাম প্রকাশ করেননি উদ্যোক্তারা। তাঁদের মতে এই চমকের জন্য টুর্নামেন্ট শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে শহরবাসীকে। এই টুর্নামেন্টের পুরস্কার রাশিও রীতিমতো ঈর্ষনীয়। প্রথম পুরস্কার অর্থাৎ টুর্নামেন্টে বিজয়ী দলের জন্য থাকছে ১০ লাখ টাকা পুরস্কারের ব্যবস্থা। রানার্স-আপ টিম পাবে নগদ ৫ লক্ষ টাকা। এছাড়া বেস্ট বোলার,বেস্ট ব্যাটসম্যান, প্রতি ম্যাচের ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজদের জন্য থাকছে নজরকাড়া পুরস্কার।
এদিন উদ্যোক্তারা জানান দুর্গাপুর শহরে যে কোনও বড় টুর্নামেন্ট করার পরিবেশ রয়েছে। দেশের তাবড় ক্রিকেট ও ফুটবল সংস্থাগুলির এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেই এতবড় টুর্নামেন্টের আয়োজন। তাঁদের আশা আগামীদিনে আরও বড় ও আন্তর্জাতিক মাপের খেলাধূলার আসর বসবে এই শহরের বুকে।
অন্যিদকে আসন্ন এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে শহরের খেলা প্রেমী মানুষজনের মধ্যে। শহরের ক্রিকেট প্রেমীরা তো বটেই খেলাপ্রেমী মানুষজনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই টুর্নামেন্টে জন্য।