নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামীকাল থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ২৩ ফেব্রুয়ারি থেকে আগামী ৪ মার্চ পর্যন্ত। আর তার প্রস্তুতি চূড়ান্ত দুর্গাপুর মহকুমা প্রশাসনের। এবছর দুর্গাপুরে মহকুমায় ১৩টি প্রধান পরীক্ষা কেন্দ্র সহ মোট ৪৩টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এবছর এই মহকুমায় পরীক্ষার্থী সংখ্যা মোট ৯২৬১ জন, যার মধ্যে ছাত্রী সংখ্যা ৪৯৮৫ ও ছাত্র সংখ্যা ৪২৭৬ জন।
নির্বিঘ্নে যাতে পুরো পরীক্ষা কর্মসূচি সম্পন্ন হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানালেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। পরীক্ষার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য শহরে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনওরকম অসুবিধা হলে তাদের সাহায্য করা হবে বলে জানান মহকুমা শাসক। অন্যদিকে এবছর পরীক্ষাকেন্দ্রগুলির নজরদারির জন্য নজির বিহীন ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও শিক্ষা দপ্তর। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে থাকবে তিনটি করে সিসিটিভি। এছাড়াও প্রতি কেন্দ্রে উপস্থিত থাকবেন একজন করে প্রশাসনিক আধিকারিক ও পুলিশ। পরীক্ষাকেন্দ্রে বিহারাগতদের প্রবেশ রুখতে পরীক্ষা চলাকালীন সমস্ত পরীক্ষা কেন্দ্র চত্বরে জারি থাকবে ১৪৪ ধারা। এছাড়াও পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতি কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানান মহকুমা শাসক।