eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণসভা

দুর্গাপুরে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দেশের বিভিন্ন প্রন্তের পাশাপাশি শনিবার প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮ তম জন্মদিবস উপলক্ষে দুর্গাপুর শিল্পাঞ্চলেও আয়োজন করা হয় একাধিক অনুষ্ঠান। তার মধ্যে অন্য়তম ছিল ইস্পাতনগরীর কাঁশিরামে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে আয়োজিত স্মরণসভা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের প্রবীণ নেতা রানা সরকার, পূর্ণেন্দু পাণ্ডা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এদিন রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তরুণবাবু। পরে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তরুণ বাবু বলেন, “রাজীব গান্ধী তার মাত্র পাঁচ বছর ক্ষুদ্র সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও দেশকে যা কিছু দিয়ে গেছেন তা আমাদের ভাবনার বাইরে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে হোক, দেশে পঞ্চায়েতি রাজ হোক, টেলি কমিউনিকেশন হোক, বিদেশী নীতির ক্ষেত্রে হোক বা দেশের অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে হোক না কেনো, তিনি প্রকৃতপক্ষে ভারত রত্ন। রাজীব গান্ধীকে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হতে হয়েছিলো, কিন্তু ভারতের প্রতিটি যুবক সম্প্রদায়ের চিন্তা দর্শনের মধ্যে রাজীব গান্ধী বেঁচে আছেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments