নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের উচ্ছেদের নোটিশের প্রতিবাদে সোমবার সকাল থেকে দুর্গাপুরের নগর প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হল কয়েক হাজার বস্তিবাসী। এই আন্দোলনের নেতৃত্ব দেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব সহ এলাকার তৃণমূল নেতৃত্বরা।
অন্যদিকে এদিনের বিক্ষোভকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মেনগেট সংলগ্ন নগর প্রশাসনিক ভবনের সামনে। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসা বেধে যায়। তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি।
আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় সংস্থা গরিব মানুষকে উচ্ছেদের নোটিশ দিয়ে বিপাকে ফেলার চক্রান্ত করছে। অবিলম্বে উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি জানান তারা।
উল্লেখ্য সম্প্রতি দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারণের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে উচ্ছেদের নোটিশ জারি করে দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) কর্তৃপক্ষ। এএসপি মোড় সংলগ্ন বস্তি, তামলা ব্রিজ, ফরিদপুর বস্তি, পলাশডিহা, ভিড়িঙ্গি রোড, চাষিপাড়া, মেনগেট-সহ একাধিক এলাকার বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ ধরানো হয়। যত দ্রুত সম্ভব অবৈধ বসবাসকারীদের সরে যেতে বলা হয় নোটিশে। অন্যদিকে ওইসব এলাকার বাসিন্দাদের দাবি তারা কয়েক দশক ধরে ডিএসপির জমিতে বসবাস করছেন, এখন হঠাৎ করে কোথায় যাবেন? তাই পুনর্বাসন বিহীন উচ্ছেদ করা যাবে না বলেও এদিন হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। অন্যদিকে ডিএসপি’র উচ্ছেদের প্রতিবাদে সরব হয়ে বস্তিবাসীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।