নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর ইস্পাত নগরীর উচ্ছেদ হওয়া বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে আন্দোলন শুরু করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের সামনে পশ্চিম বর্ধমান জেলা উদ্বাস্তু সেলের কর্মী সমর্থকদের নিয়ে আন্দোলনে সামিল হয় ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতা কর্মীরা।
প্রসঙ্গত ইস্পাত নগরীতে দুর্গাপুর ইস্পাত কারখানার বহু জমি ফাঁকা পড়ে রয়েছে দীর্ঘদিন থেকে। সেই পরিত্যক্ত জমির উপর গজিয়ে উঠছে একের পর এক বস্তি। আর বিগত কয়েকমাস আগে সেইসব বস্তিগুলিতে উচ্ছেদ চালায় দুর্গাপুর ইস্পাতের নগর প্রশাসনে কর্তৃপক্ষ। রাজ্য জুড়ে যখন পাট্টা দিতে তৎপর রাজ্য সরকার সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ নগর প্রশাসনের এই উদাসীনতায় ক্ষুব্ধ বস্তিবাসীরা। ভবিষ্যতে উচ্ছেদ অভিযান করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
অন্যদিকে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বিজেপির এই আন্দোলনকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। তৃণমূলের এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন সবই বিজেপির নাটক। রাজ্য সরকার জমির পাট্টা দিতে উদ্যোগী। কিন্তু দুর্গাপুর ইস্পাত কারখানার জমিতে অবৈধভাবে দখলদারীদের উচ্ছেদের বিষয়টি দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনের অভ্যন্তরীণ ব্যাপার। তবে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বিজেপির আন্দোলন পুরোটাই নাটক। সামনে পুরসভা ভোট সেজন্যই বিজেপি এই লোক দেখানি আন্দোলনে সামিল হয়েছে বলেও এদিন অভিযোগ করেন তিনি।