নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দিল্লিতে সাংবাদিকদের পুলিশি হেনস্থা এবং দুই গণমাধ্যমকর্মীকে ইউএপিএ আইনে গ্রেফতার করার প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদে সরব হল মানবাধিকার সংগঠন সিপিডিআরএস’এর দুর্গাপুর শাখা। এদিন দুর্গাপুরের বেনাচিতিতে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। অবিলম্বে ধৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানান তাঁরা। পাশাপাশি গণতন্ত্রের কন্ঠ রোধ করা চলবে না,সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা চলবে না ও বাক্ স্বাধীনতা কেড়ে নেওয়া চলবে না। এই দাবিগুলি নিয়ে সোচ্চার হন মানবাধিকার সংগঠনের কর্মীরা। এদিন সংগঠনের রাজ্য সহ সম্পাদিকা সুচেতা কুন্ডু বলেন, “অবিলম্বে ধৃত সাংবাদিকদের মুক্তি দিতে হবে সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া চলবে না।”
প্রসঙ্গত আর্থিক তছরুপ এবং চিনকে সমর্থন করে এমন কিছু লেখা প্রকাশ করার অভিযোগে ‘নিউজ়ক্লিক’-নামক একটি সংবাদ সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ইডি। সেই অভিযোগের ভিত্তিতে গত ৩ অক্টোবর সকাল থেকে এই সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত বহু সাংবাদিক এবং কর্মীর বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। ‘নিউজ়ক্লিক’-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার আর এক উচ্চপদস্থ আধিকারিককে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন -এ গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাত পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে মোট ৪৬ জনকে জিজ্ঞাসাবাদও করা হয়।