eaibanglai
Homeএই বাংলায়পাঁচদফা দাবিতে প্রতীকি অনশন

পাঁচদফা দাবিতে প্রতীকি অনশন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পাঁচদফা দাবিতে মঙ্গলবার মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রতীকি অনশনে সামিল হল দুর্গাপুরের গোপালমাঠের ভূমি রক্ষা কমিটির সদস্যরা।

ভূমি রক্ষা কমিটি সভাপতি ধ্রুবোজ্যোতি মুখোপাধ্যায় জানান তারা মূলত পাঁচদফা দাবিতে আন্দোলন করছেন। সেই দাবি গুলির মধ্যে রয়েছে -গোপাল মাঠের বাসিন্দারের ৯৯৯ বছরের লিজ, দলিল বা পাট্টা দিতে হবে। গোপালমাঠ সংলগ্ন এলাকা দিয়ে পুনর্বাসন না দিয়ে এবং ইতিহাস বিচার না করে কাউকে উচ্ছেদ করা যাবে না। ডিএসপি টাউনশিপের আবাসিকরা স্বল্প মূল্যে বিদ্যুৎ ও জলের যে সুবিধা পান সেই সুবিধা গোপালমাঠের ভূমিহারাদের দিতে হবে। ভূমিহারাদের ডিএসপিতে কর্মসংস্থান দিতে হবে ও কর্মসংস্থানে ৩৩ শতাংশ সংরক্ষণ দিতে হবে। এবং ইতিহাসে বিস্মৃত লাবণ্য কুমার ঘটকের নামে দুর্গাপুরের নাম রাখতে হবে।

ধ্রুবোজ্যোতিবাবু এদিন বলেন, তাদের পূর্ব পুরুষরা জমি না দিলে আজ দুর্গাপুর শহর বা ইস্পাত কারখানা গড়ে উঠত না। অথচ ১৯৮৮ সালে গোপালমাঠের বাসিন্দাদের ডিএসপির দেওয়া লিজ শেষ হয়ে গেলেও তা পুনর্নবীকরণের কোনও ব্যবস্থা করা হয়নি। এদিকে ডিএসপি তাদের কারখানা সম্প্রসারণের জন্য গোপালমাঠের একমাত্র গার্লস স্কুলে উচ্ছেদের নোটিশ দিয়েছে কারও সাথে কোনও আলোচনা ছাড়াই। পাশাপাশি তিনি জানান তাদের সমস্যাগুলি সমাধানের জন্য দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছেন। মহকুমা শাসককে একাধিকবার সমস্যার কথা জানিয়ে স্মারকলিপি ও চিঠি দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই স্থানীয় প্রশাসন ও মহাকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে এদিন তারা মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রতীকি অনশনে বসেছেন। এরপরও কোনও কাজ না হলে গোপালমাঠ থেকে নবান্ন পর্যন্ত তারা পদযাত্রা করবেন ও বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন। তাতেও কাজ না হলে পরিবার নিয়ে আমরণ অনশনে বসার হুমকিও দেন ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবোজ্যোতি মুখোপাধ্যায় ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments