eaibanglai
Homeএই বাংলায়ইস্পাত কারখানার চাকরি বিক্রির অভিযোগ, আন্দোলনে মৃত শ্রমিকদের পরিবার

ইস্পাত কারখানার চাকরি বিক্রির অভিযোগ, আন্দোলনে মৃত শ্রমিকদের পরিবার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– টাকার বিনিময়ে তাঁদের প্রাপ্য চাকরি বিক্রি করে দিচ্ছেন শাসক দলের শ্রমিক সংগঠনের নেতারা। এমনই অভিযোগ তুলে ও প্রাপ্য চাকরির দাবিতে অভিনব উপায়ে বিক্ষোভ দেখাল দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব ইস্পাত কারখানার মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা। এদিন অ্যলয় স্টিল ইস্পাত প্রশাসনিক ভবনের সামনে মৃত শ্রমিকদের পরিবারের প্রায় ১০০ জন সদস্য গরু, বাছুর ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। প্ল্যাকার্ডে চাকরি বিক্রিকারীদের গুরু বাছুর বলে কটাক্ষ করে চাকির ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

আন্দোলনকারীদের অভিযোগ মৃত শ্রমিকের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তাঁদের চাকরি দেওয়া হচ্ছে না। বরং ওই চাকরি টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে বহিরাগতদের। বিষয়টি নিয়ে বার বার কারখানা কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনও কাজ হয়নি। বরং তারা স্থানীয় শ্রমিক নেতাদের কাছে যাওয়ার পরামর্শ দেন বলেও অভিযোগ তোলেন তাঁরা। নেতারা আবার তাঁদের কারখানা কর্তৃপক্ষের কাছে যাওয়ার কথা জানাচ্ছেন বলে দাবি। আর এই দুই পক্ষের মাঝে পড়ে নাজেহাল হতে হচ্ছে তাঁদের।

আন্দোলনরত এক তরুণী প্রীতি মাঝি এদিন বলেন, তাঁর বাবা ইস্পাত কারখানায় কাজ করতেন। বছর তিনেক আগে তাঁর মৃত্য়ু হয়। অবসরের বয়স হওয়ার আগেই তাঁর মৃত্যু হওয়ায় পরিবারের একজনের সেই চাকরি পাওয়ার কথা। অথচ তিন বছর ধরে ঘোরাঘুরি করেও আজ পর্যন্ত প্রাপ্য চাকরি মেলেনি। এমনকি স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা তাঁর বাবার চাকরিটি তিন লাক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

যদিও বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন এই ঘটনার সাথে যদি দলের কেউ বা কারা জড়িত থাকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনকেও জানানো হবে বলেও জানান তিনি ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments