নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার দুর্গাপুরে বাউড়ী সমাজের বিক্ষোভের ঘটনায় গ্রেফতার ১৮ জনকে সোমবার মহকুমা আদালতে পেশ করল পুলিশ।
প্রসঙ্গত গত অক্টোবর মাসের ২০ তারিখ নিউ টাউনশিপ থানার পাঁড়দৈই গ্রামের বাউড়ী সমাজের এক যুবকের বিরুদ্ধে এক সাত বছরের শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। থানায় অভিযোগ জানানো হলে প্রসেনজিৎ বাউরী নামক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ এরপর নির্যাতিতা শিশু কন্যার বাড়িতে গত ২৪ অক্টোবর রাতে চড়াও হয় একাধিক যুবক এবং ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার হুমকি দেয়। ওই ঘটনার কথা জানিয়ে ফের নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ জানায়। ওই ঘটনায় বাউড়ী সমাজের জেলা সভাপতিতে নিউ টাউনশিপ থানার ওসি হুমকি ও হেনস্থা করেছেন, এই অভিযোগে ও অভিযুক্ত বাউড়ী সমাজের যুবকের মুক্তির দাবিতে রবিবার দুপুরে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের সামনে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামে বাউরী সমাজের সদস্যরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশ। পরে পুলিশ ধরপাকড় শুরু করে ১৮ জনকে আটক করে নিয়ে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি পুলিশের উপর হামলা এবং গুন্ডামির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে পেশ করে পুলিশ।