নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ – দুর্গাপুর থানার বিশেষ উদ্যোগ “ফিরে পাওয়া’র মাধ্যমে হারিয়ে যাওয়া, চুরি যাওয়া ফোন ফিরে পেলেন দুর্গাপুরের বাসিন্দা। মঙ্গলবার দুর্গাপুর থানায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে ২৭টি মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বভাবতই খুশি প্রকাশ করেন প্রাপকেরা।
জানা গেছে দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে এই মোবাইলগুলি কোনোটি ৬ মাস, কোনোটি ১ বছর আবার কোনোটি তারও আগে হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল চৌধুরী ও ডিসিপি (ইস্ট) অভিষেক গুপ্তার তত্বাবধানে এই সব ফোন উদ্ধারের উদ্যোগ নেয় দুর্গাপুর থানার পুলিশ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৭ টি মোবাইল উদ্ধার করা হয়।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সার্কেল ইন্সপেক্টর (সিআই) রণবীর বাগ, ওসি দুর্গাপুর সঞ্জীব দে সহ একাধিক পুলিশ আধিকারিক। প্রাপকদের হাতে তাদের মোবাইল ফোন তুলে দেওয়ার পাশাপাশি সার্কেল ইন্সপেক্টর (সিআই) রণবীর বাগ তাদের সাইবার প্রতারণা নিয়ে সচেতন করেন ও আধার লক সহ নানা সতর্কতা বিধি মেনে চলার আবেদন জানান। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রতি মুহূর্তে মানুষের সাথে ও পাশে রয়েছে বলে সকলকে আশ্বাস দেন তিনি।