নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সদ্য প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। আর তাঁর মৃত্যুর খবরের পরই স্মৃতি চারণে মেতেছে দুর্গাপুর শিল্পাঞ্চল। কারণ ১৯৬১ সালে এই শহরে পা রেখেছিলেন স্বয়ং রানি। ঘুরেছিলেন হুড খোলা গাড়িতে। তাঁর জন্য শহরে তৈরি হয়েছিল আস্ত একটা অতিথি শালা। যা সেই সময় রানি হাউস নামে পরিচিতি পায়, যার বর্তমান নাম দুর্গাপুর হাউস।
আসলে ১৯৬১ সালের ৬ ফেব্রুয়ারি, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের স্টিল মেল্টিং শপের উদ্বোধনে এসেছিলেন ব্রিটেনের রানি। তাঁকে নিয়ে বিশেষ বিমান পানাগড় বিমানঘাঁটিতে নামেছিল। সেখান থেকে গাড়ি করে দুর্গাপুরে পৌঁছেছিলেন কুইন এলিজাবেথ। দুর্গাপুর হাউজে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৎকালীন ইস্পাতমন্ত্রী সর্দার স্মরণ সিংহ। পরে তিনি হুড খোলা গাড়িতে চড়ে বিশাল কারখানা চত্বর পরিদর্শন করেন। কথা বলেন কারখানার আধিকারিক ও কর্মীদের সঙ্গে।
১৯৬১ সালের ফেব্রুয়ারি মাসের সেই স্মৃতি এখন জ্বল জ্বল করেছে শহরের প্রবীণদের স্মৃতিতে। সেই সময় দুর্গাপুরে রানির জন্য একটি সংবর্ধনাসভারও আয়োজন করা হয়েছিল। তাই তাঁর মৃত্যুর খবরে অনেকের স্মৃতিপটে ভেসে উঠছে সেই সময়ের কথা।