নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শনিবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে একটি সম্মেলনের আয়োজন করেছিল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটি। আর এই সম্মেলন নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সম্মেলন কেন দুর্গাপুরের মতোন পুরনিগম অঞ্চলে অনুষ্ঠিত হল? তা হলে কি জেলার পঞ্চায়েত অঞ্চলে কর্মী সমর্থকদের একত্রিত করতে বর্তমান জেলা নেতৃত্ব অপারাগ? তার জন্যই কি পঞ্চায়েত অঞ্চলে সম্মেলন থেকে বিরত থাকা? উঠছে এরকম নানা প্রশ্ন। এছাড়াও এই সম্মেলনে আলাদা করে চোখে পড়েছে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা তথা দুর্গাপুরের ভূমিপুত্র তরুণ রায় সমেত একাধিক প্রথমসারির গুরুত্বপূর্ণ নেতাদের অনুপস্থিতি।
বিষয়টি তরুণবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন “কে বা কারা কংগ্রেসের সম্মেলন করছে সে বিষয়ে আমার কিছু জানা নেই। তবে একজন কংগ্রেসের সৈনিক হিসেবে আমার অনেক শুভেচ্ছা রইলো। মানুষ যদি ভোট দিতে পারেন তাহলে আশা করি বর্তমান জেলা কংগ্রেস সভাপতির জনপ্রিয়তার নিরিখে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস জেলা সমিতি ও জেলা পরিষদ দখল করতে পারবে।”
হঠাৎ করে পঞ্চায়েত সম্মেলন পুরনিগম অঞ্চলে করা হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তরে তরুণ বাবু বলেন ” বিগত দিনে বহু বার জেলায় পঞ্চায়েত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং তা সবই পঞ্চায়েত এলাকায় সংগঠিত হয়েছে। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে অবগত কি না আমার জানা নেই। নাকি ওনার অজান্তেই অন্য কেউ প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি নিয়ে নির্ণয় নিয়ে চলেছে ।” প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা।