নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শীতের দুর্গাপুরের বুকে এ যেন একটুকরো রাজস্থান। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে গত ৫ তারিখ থেকে শুরু হয়েছে রাজস্থান উৎসব। চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত। পার্কে ঢুকলে মনে হবে যেন খোদ রাজস্থানেই পৌঁছে গেছেন। কি নেই সেখানে, রাজস্থানের ঐতিহ্যবাহী নাচ, গান, লোকসংস্কৃতি এমনকি রাজস্থানী খাওয়া দাওয়া। উৎসবের অন্যতম আকর্ষণ চৌকিদানি। যেখানে রাজস্থানের ঐতিহ্যবাহী রঙবাহারি মহলে রাজকীয় চৌকির ওপর বসে রাজস্থানি থালির স্বাদ নিতে পারবেন শিল্পনগরীর বাসিন্দারা।
এছাড়া দেখা মিলবে উট ও ঘোড়ার। রয়েছে রাজস্থানী পুতুল নাচ। যা ছোটদের তো বটেই বড়দেরও মন কাড়বে। আর শহরবাসীকে পুরনো সময়ে ফিরিয়ে নিয়ে যাবে বায়োস্কোপ। যা দেখে নস্টালজিয়ায় ফিরে যাচ্ছেন অনেকেই। ছোট টিনের বাক্সের গোল গোল জানলা, চোখ রাখলে দেখা যায় রঙিন সব ছবি ও গানের যুগলবন্দি। এছাড়াও উৎসব মঞ্চে একাধিক আন্তর্জাতিক শিল্পী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন।