নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার সকালে দুর্গাপুরের কাছে রাজবাঁধে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া লরি পিষে দিল কাজে যোগ দিতে যাওয়া এক বেসরকারি কারখানার সিকিউরিটি ইনচার্জকে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন সকালে রাজবাঁধের একটি বেসরকারি কারখানায় মর্নিং শিফটের ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন বুদবুদের বাসিন্দা বছর ৪৫-এর পার্থপ্রতীম দাস । জানা গেছে প্রাক্তন ওই সেনা কর্মী প্রতিদিন রাজবাঁধে নেমে সাইকেলে করে কারখানায় যান । এদিনও রাজবাঁধে নেমে সাইকেল নিয়ে জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে কারখানায় যাচ্ছিলেন তিনি। পথে একটি দ্রুতগামী লরি তাকে পিষে দিয়ে চলে যায়। দুর্ঘটনায় প্রাক্তন ওই সেনা কর্মীর দুটি পা লরির চাকায় পিষ্ট হয়ে যায়। জানা গেছে ওই অবস্থায় প্রায় ২০ মিনিট রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে জাতীয় সড়ক সংস্থার কর্মীদের বিষয়টি নজরে আসে এবং তাঁরা ওই প্রাক্তন সেনা কর্মীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে এদিনের দুর্ঘটনার পর স্থানীয় বেসরকারি সিমেন্ট কারখানার শ্রমিক কর্মচারীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ ওই রাস্তা দিয়ে অত্যধিক গতিতে অনিয়ন্ত্রিত ভাবে ডাম্পার লরি সহ ভারী যানবাহন চলাচল করে। পাশাপাশি সার্ভিস রোডটির বেহাল অবস্থার জন্য প্রায় প্রতিদিন কোন না কোন দুর্ঘটনা ঘটছে। ফলে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় তাদের। বিষয়টি নিয়ে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষোপের দাবি জানান তাঁরা।