নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে সি ও ডি গ্রুপের ভূমিকা, গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়ে সেমিনারের হয়ে গেল দুর্গাপুরের রাজবাঁধের এক বেসরকারি হাসপাতালে । ডেস্ক ম্যানেজমেন্ট, অ্যাডমিশন অ্যান্ড ডিসচার্জ প্রগ্রেস ও বিল সেকশনে করণীয় কি, বেসরকারি হাসপাতালের দায়িত্বশীলদের এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেসব বিষয়ে সেমিনারে ধারণা দেওয়া হয়। দক্ষিণ বঙ্গের ৪৭টি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিরা এদিনের সেমিনারে অংশ নিয়েছিলেন। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাস্টিস অসীম কুমার ব্যানার্জি, আরশাদ হাসান আনসারী সেক্রেটারি WBCERC সহ আরো অনেকেই। প্রত্যেকে তাদের বক্তব্যের মধ্য দিয়ে রোগী এবং রোগীর আত্মীয়দের কিভাবে সহযোগিতা করা উচিত সেই বিষয়গুলি ও এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। রোগীদের সুচিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ডেস্ক ম্যানেজমেন্ট,অ্যাডমিশন অ্যান্ড ডিসচার্জ প্রগ্রেস ও বিল সেকশন কেই গুরুত্ব দিয়ে পরিষেবা দিতে হবে। এদিনের সেমিনারে বারবার এই কথাই উঠে আসে।