নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডে গত পরশু প্রথম গ্রেফতারের পর গতকাল রাতে শহরের এক কয়লা মাফিয়ার অফিসে অভিযান চালাল পূর্ব বর্ধমানের পুলিশ। এদিন রাত ৮ টা নাগাদ শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের অম্বুজা কলোনিতে অবস্থিত নারায়ণ খারকার অফিস ঘিরে ফেলে পুলিশের দশটি গাড়ি। যদিও সেই সময় ওই অফিসে কেউছিল না বলে জানা গেছে। অবশেষে পুলিশ অফিস সিল করে দেয়।
প্রসঙ্গত রাজু ঝা হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় গত মঙ্গলবার রাতে দুর্গাপুর থেকে অভিজিৎ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এই অভিজিৎ-এর সম্পর্কে প্রচুর তথ্য জোগার করে ও তার মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাকে হেফাজতে নেওয়া হয় বলে বিশেষ সূত্র খবর। অন্যদিকে ওই যুবক নারায়ণ খারকার গাড়ির চালক বলে কয়েকটি সূত্র দাবি করেছে।
উল্লেখ্য গত ১ এপ্রিল রাত ৮টা নাগাদ কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা কে গুলিতে ঝাঁঝরা করে চম্পট দেয় দুষ্কৃতীদল। পরে শক্তিগড় থেকেই দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসে হামলা চালিয়েছিল সেটি উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঝাড়খণ্ড থেকে এসেছিল দুষ্কৃতীরা ও রাজু ঝা কে খুনের পর গাড়ি বদল করে বীরভূম মুর্শিদাবাদ হয়ে বিহারে পালিয়ে যায় তারা।