নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডে দুর্গাপুরের সিটিসেন্টারে পুলিশি অভিযান। রাজু ঝা হত্যাকাণ্ডে ধৃত অভিজিৎ মণ্ডলকে সঙ্গে নিয়ে সোমবার দুপুরে আরেক কয়লা মাফিয়া নারায়ণ খড়কার দুর্গাপুরের সিটিসেন্টারের অফিসে তল্লাশি শুরু করেছে সিটের তদন্তকারী আধিকারীকরা।
এদিন দুপুরে সশস্ত্র বিশাল পুলিশ বাহিনী নারায়ণ খাড়কার অফিস ঘিরে ফেলে। পরে কড়া নিরাপত্তায় পুলিশি ঘেরাটোপে ধৃত নারায়ণ খাড়কার চালক অভিজিৎকে নিয়ে অফিসে ঢুকে যান তদন্তকারীরা। প্রসঙ্গত চলতি মাসের ১৮ তারিখ এই অফিস থেকেই অভিজিৎকে গ্রেফতার করেছিল সিটের আধিকারিকরা। তারপর দিন অর্থাৎ ১৯ তারিখ রাতে সিটের তদন্তকারী দল নারায়ণ খাড়কার সিটিসেন্টারের এই অফিসে অভিযানে আসে। কিন্তু অফিস তালা বন্ধ থাকায় তল্লাশি না চালিয়ে খালি হাতেই ফিরে যেতে হয় তাদের। তবে সেদিন অফিসটি সিল করে দিয়েছিল পুলিশ। পরে আদালতের কাছে অফিস তল্লাশির অনুমতি নিয়ে এদিন ফের তল্লাশি অভিযানে নেমেছে সিট। আগের দিন সিটের আধিকারিকদের খালি হাতে ফিরতে হলেও এদিন অফিসের পিছনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে একটি ল্যাপটপ ও কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা।
উল্লেখ্য গত ১ এপ্রিল কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝাকে প্রকাশ্যে গুলিতে ঝাঝরা করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরই রাজু ঝা হত্যাকাণ্ডের তদন্তের জন্য সিট তৈরি করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাজু ঝাকে হত্যাকারী শ্যুটারদের দুর্গাপুরে থাকার ব্যবস্থা করেছিল নারায়ণ খাড়কার গাড়ির চালক অভিজিৎ। এরপরই হত্যাকাণ্ডের ১৮ দিন পর অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ। এখনও পর্যন্ত রাজু ঝা হত্যাকাণ্ডে অভিজিৎ সহ দুজন গ্রেফতার হয়েছে।