eaibanglai
Homeএই বাংলায়রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মজয়ন্তীতে মূর্তি স্থাপন আরণ্যক পূর্বাঞ্চল কালী মন্দিরে

রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মজয়ন্তীতে মূর্তি স্থাপন আরণ্যক পূর্বাঞ্চল কালী মন্দিরে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– আজ একুশে ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পুণ্য জন্মজয়ন্তী। আজ রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৮ তম জন্ম তিথি। আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিধাননগরের সেক্টর টু এ এলাকার আরণ্যক পূর্বাঞ্চল কালীবাড়িতে স্থাপিত হল রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা ও স্বামী বিবেকানন্দের শ্বেত পাথরের মূর্তি। এদিন এই মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামহরিপুরের রামকৃষ্ণ মিশনের স্বামীজী স্বামী মুক্তিপ্রদানন্দ মাহারাজ। এদিন খুব ভোর থেকে এলাকার সমস্ত বাসিন্দারা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে ঠাকুরের নাম গান ও অমূল্য বাণী শ্রবণ করেন। আরণ্যক পূর্বাঞ্চল মহাকালী মন্দিরে আগে থেকেই পূজিত হন মা কালী সহ দেবাদিদেব মহেশ্বর। এবার নতুন করে সংযোজন হল রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা ও স্বামী বিবেকানন্দের পূজা অর্চনার অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দা অনিমেশ মুখার্জি, দুর্গা রায়, পিন্টু নায়ক, চিনময় মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে যোগদান করেন ও যথাসম্ভব এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার আপ্রাণ চেষ্টা করেন। এদিনের এই অনুষ্ঠানে আরতির সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ আরো বিশিষ্ট কয়েকজন ব্যক্তিবর্গ। এদিনের এই অনুষ্ঠানস্থলে পূজা অর্চনার পর সকল ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। দূর দূর থেকে বহু মানুষ এদিন সমবেত হয়েছিলেন আরণ্যক পূর্বাঞ্চল কালীমন্দির এলাকায় শুধুমাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এদিনের এই অনুষ্ঠানে এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments