নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশ্ব জুড়ে আর্তদের চিকিৎসা, সেবা সহ প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা অন্য কোনও বিপদে মানুষের পাশে থেকে কাজ করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস। মানুষ বিপদে পড়লেই ছুটে যায়, ঝাঁপিয়ে পড়ে এই সংগঠনের সদস্যরা। তাই এক নামেই বিশ্বজুড়ে পরিচিতি এই সংগঠনের।
আজ ৮ মে দিনটি প্রতিবছর বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পালিত হয়। ১৯৪৮ সালে প্রথম আন্তর্জাতিক রেড ক্রস দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রসের প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি দুনান্ত। ১৮২৮ সালের ৮ মে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেছিলেন দুনান্ত। সেবামূলক কাজের জন্য পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার। তাঁর জন্ম দিনটিকেই আন্তর্জাতিক রেড ক্রস দিবস হিসেবে পালন করা হয়। ইন্টারন্যাশনাল রেড ক্রস আন্দোলন নিয়ে সচেতনতা প্রচার করা হয় এই দিনটিতে। রেডক্রসের স্বেচ্ছাসেবকরা বিশ্বের ১৯২ টিরও বেশি দেশে অবিরাম কাজ করে চলেছেন। এই দিনটিতে তাঁদের অবদানকে স্মরণ করা হয়।
এদিন দুর্গাপুর শহরেও পালিত হল দিনটি। দুর্গাপুরের রেডক্রশ কার্যালয়ে এদিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। করা হয়েছিল ফ্রি হেল্থ ক্যাম্পের ব্যবস্থা। এদিন সকালে কার্যালয়ে ফ্ল্যাগ হোস্টিং করে অনুষ্ঠানের সূচনা করেন মহকুমা শাসক সৌরভ চক্রবর্তী। অনুষ্ঠানে যোগ দিয়েছিল তেগ বাহাদুর স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরাও।