eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ কর্মসূচি

দুর্গাপুরে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। জাতীয়বাদের ভাবনায় তিনি শুধু বাঙালি নয়, আপামর বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা। বিশ্বের দরবারে হিন্দুত্বের নবজাগরণ ঘটিয়েছিলেন তিনি। তাঁর জন্মদিনে তাঁকে স্মরণ করে দেশ জুড়ে পালিত হয় জাতীয় যুব দিবস। সারা দেশ ও রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও একাধিক স্কুল কলেজ, রাজনৈতিক দল ও সংগঠেনর উদ্যোগে মহা সমারোহে পালিত হয় দিনটি।

এদিন দুর্গাপুর বিজেপি পূর্ব যুব মোর্চা ও দুর্গাপুর নগর ও বিবেকানন্দ জন্মোৎসব ও সেবা সমিতির যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজন করা হয়েছিল ‘রান ফর ইউনিটি’ শীর্ষক দৌড়ের। এবিএল মোড় দলীয় কার্যালয় থেকে দৌড় শুরু হয়ে তা শেষ হয় এমএএমসি টাউনশিপের বিবেকানন্দ উদ্যানে। এরপর সেখানে পূজা, ধুনীব্রত ও যজ্ঞের আয়োজন করা হয়।

এদিনের এই বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী, অর্জুন পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় ক্যাপ্টেন ভগীরথ সামাই, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ব্যানার্জী,বিবেকানন্দ জন্মোৎসব ও সেবা সমিতির সংস্থাপক অশোক নারায়ণ চক্রবর্তী, সংস্থার যুগ্ম সম্পাদক বিশাল মণ্ডল ও শ্রী প্রলয় ঢালী সহ বিশিষ্ট জনেরা। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments