নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বড়দিনের আগে শীতের দুপুরে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের রাস্তায় দেখা মিলল সান্তাক্লজের। তবে এদিন সান্তাক্লজকে দেখা গেল অন্য এক ভূমিকায়। দুর্ঘটনা রুখতে ট্রাফিক নিয়ে সাধারণ মানুষকে সেচতন করতে দেখা গেল সান্তাবুড়োকে। এদিন পথ চলটি স্কুটার, বাইক, চারচাকা গাড়ি দাঁড় করিয়ে চালক আরোহীদের হেলমেট পরা, সিট বেল্ট লাগানোর পরামর্শ ও ট্রাফিক নিময় মেনে চলার বার্তা দেন তিনি। আর ট্রাফিক নিয়ম ভঙ্গকারী, যারা হেলমেট পড়েননি বা সিট বেল্ট লাগাননি তাদের শাস্তির বদলে উপহার হিসেবে দেন চকলেট।
এদিন সাড়ে বারোটা নাগাদ সিটি সেন্টারের ডিএমসি মোড়ে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সান্তাকে। এদিন তিনি প্রায় কয়োকশো হেলমেট বিহীন বাইক, স্কুটার চালক-আরোহী ও চারচাকা গাড়ির চালক ও আরোহীদের মধ্যে সচেতনতা বার্তা দেন।
আসলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শহরের বুকে দুর্ঘটনা এড়াতে ও উত্সবের মরশুমের আগে মানুষ যাতে আরও বেশি করে সচেতন হয়, তাই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন সান্তার সঙ্গে সতেচনতা বার্তা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক তুহির আনোয়ার সহ অন্যান্য ট্রাফিক আধিকারিকরা।