নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- মঙ্গলবার দুর্গাপুর নেপালীপাড়া হিন্দী হাই স্কুলের সূবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হল। মানবতার কথা মাথায় রেখে স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবিরের। যেখানে ৩ জন মহিলা সহ মোট ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের টিম স্মপূর্ণ শিবিরটি পরিচালনা করে। শিবির থেকে সংগ্রহের দায়িত্বে ছিল দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার।
এদিনের এই বিশেষ শিবিরে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন অথোরিটির চেয়ারম্যান তাপস ব্যানার্জী,বিশিষ্ঠ স্নায়ু চিকিৎসক প্রভিন যাদব,শিক্ষাবীদ নুরুল হক,স্কুল কমিটির সভাপতি ক্রীড়াবিদ মুকুট নাহা,দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক রাজেশ পালিত সহ বিশিষ্টজনেরা।
জাতীয় শিক্ষকের স্বীকৃতি পাওয়া নেপালীপাড়া হিন্দী হাই স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যুগ্ম সম্পাদক শ্যামল ভট্টাচার্য এদিন সকল রক্তদাতা বন্ধুদের এবং মেডিকেল টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।