eaibanglai
Homeএই বাংলায়আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান সমাজের বার্ষিক অনুষ্ঠান

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান সমাজের বার্ষিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এপিসি রে সায়েন্স সোসাইটি, দুর্গাপুরের সহযোগিতায় সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, পলাশডিহা একটি বার্ষিক বিজ্ঞান অনুষ্ঠানের আয়োজন করে ১৩ই আগস্ট, ২০২২,শনিবার । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নির্মল বরণ হুই (ডিন, একাডেমিক কোর্স, এন আই টি) । দুর্গাপুরের অধিভুক্ত ২১ টি স্কুলের প্রায় ৩১০ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। সিবিএসই আই সি এস সি এবং পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় এই একদিনের অনুষ্ঠানটি সংঘটিত হয়। এই বিজ্ঞান সমাজের প্রেসিডেন্ট প্রফেসর কে সি ঘাঁটা ( ডিন, রিসার্চ, এনআইটি, দুর্গাপুর )বলেন যে শিক্ষার্থীরা বসে আঁকো প্রতিযোগিতা, পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শেখা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং উদ্ভাবনী বৈজ্ঞানিক কার্যকলাপ – এই সকল বিষয়ে অংশগ্রহণ করে। এই একদিনের ইভেন্টের মূল লক্ষ্য ছিল ভবিষ্যৎ সমাজের নাগরিকের মধ্যে বৈজ্ঞানিক দক্ষতা জাগ্রত করা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments