নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বুধবার সাড়ম্বরে পালিত হল দুর্গাপুরের গোপালমাঠ নিম্নবুনিয়াদ প্রাথমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব। অনুষ্ঠান উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পুর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী তরুণ রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বগণ।
এদিন সকালে প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা মিলে প্রভাত ফেরি ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে নেন বিদ্যালয়ের বর্তমান ছাত্র ছাত্রীরা। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা মিলে একাঙ্ক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির সভাপতি তথা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী তরুণ রায়। তরুণ বাবু স্মৃতিচারণ করে বলেন, “আজকের দিনটি আমাদের কাছে খুবই নস্টালজিক। অতীতের বিদ্যালয়ের দিনগুলি খুবই আনন্দের ছিল। জীবনের যা কিছু মূল্যবোধ তা সবই এই বিদ্যালয় থেকেই শিখেছি । অতীতের এই মধুর স্মৃতি গুলোকে আঁকড়ে বর্তমানে বেঁচে থাকার চেষ্টা করছি।” তরুণবাবু নিজের হাতে এদিন বিদ্যালয়ের প্রথম শিক্ষক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীমতি লাবণ্য বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করেন। সমগ্র অনুষ্ঠানটিকে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বরুণ রায় ।