নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে একই দিনে দুটি স্কুলে চুরির ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধল। তারকনাথ উচ্চ বিদ্যালয় ও রাইরানী দেবী গার্লস হাই স্কুল একই দিনে চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে স্কুল খোলার পর দুটি স্কুলের শিক্ষিক শিক্ষিকারাই দেখেন প্রধান শিক্ষকের আলমারি সহ অন্যান্য আলমারির তালা ভাঙা এবং সমস্ত নথিপত্র ছড়িয়ে ছিটেয়ে রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল দুটি স্কুল থেকে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কোনো নথি খোয়া যায়নি। তাহলে চোরের দল কেন হানা দিল স্কুলে? একই দিনে দুটি স্কুলে একই ধরণের চুরির ঘটনা নিয়েও রহস্য তৈরি হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কোক ওভেন থানার পুলিশ।







		









                                    